স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ শাহা আলম (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত শাহা আলম সিরাজগঞ্জ জেলা সদরের দত্তবাড়ী বিএ কলেজ রোড এলাকার মৃত আক্কেল আলী ওরফে আব্দুল শেখের ছেলে।
বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত শাহা আলম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। রবিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর-ধুনট সড়কের শেরপুর হুসনাবাদ হাজীরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় ৫ কেজি গাঁজা উদ্ধার সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।