ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বগুড়া জেলার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামীলীগ।
শুক্রবার (২২ অক্টোবর) বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
ধুনটের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন যারা, তারা হলেন ধুনট সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এসএম মাসুদ রানা, ভান্ডারবাড়ী ইউনিয়নে বগুড়া জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ রুবন, চৌকিবাড়ী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান কুদরত-ই খুদা জুয়েল, চিকাশী ইউনিয়নে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক বর্তমান চেয়ারম্যান নাজমুল কাদির শিপন,
এলাঙ্গী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য তোজাম্মেল হক প্রামানিক, গোপালনগর ইউনিয়নে আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, গোসাইবাড়ী ইউনিয়নে সামছুল বারী শেখ, কালেরপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ, মথুরাপুর ইউনিয়নে আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক ও নিমগাছী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সুজাদ্দৌলা রিপনের স্ত্রী আ’লীগের সদস্য সোনিতা নাসরিন।