সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান ও মেম্বার পদে ৬১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা প্রদান করেন।
গত ২১ অক্টোবর প্রার্থীদের বৈধতা যাচাই বাছাইয়ের শেষ দিন শিবগঞ্জ ইউনিয়নে শফিকুল ইসলাম শান্তিু ঋণ গৃহিতার জামিনদার থাকায় তার মনোনয়ন পত্র বাতিল হয় এবং পিরব ইউনিয়নের আবির মাহমুদ মিলটনের সরকারি বিএডিসি’র সার বিক্রয়ের ডিলারশীপ থাকায় তার মনোনয়ন পত্র বাতিল হিসাবে গণ্য হয়।
অপরদিকে আটমূল ইউনিয়নের ২নং ওয়ার্ডের লিপি আক্তার অসম্পন্ন মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল হয় এবং ময়দানহাট্টা ইউনিয়নের মনজু সরকারের অর্থ ঋণ অনাদায়ী থাকায় তার মনোনয়ন পত্র বাতিল হয়।
এতে চেয়ারম্যান পদে ৬৩ জন, মহিলা ইউপি সদস্য পদে ১৩৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪০৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এই নির্বাচনে শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ৬০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নির্বাচন অফিসসূত্রে জানা যায়।
তবে এব্যাপারে শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শান্তু ও পিরব ইউনিয়ন চেয়ারম্যান মিলটন জানান, উচ্চ আদালতে তারা আপিল করবেন।