স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল সরকার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল।
শনিবার (২৩ অক্টোবর) ভোর রাতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন খলিশাকান্দি মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল সরকার ওই এলাকার মৃত মোখলেছার সরকারের ছেলে।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মুশফিকুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় একজন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।







