সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (উপ-সচিব) সংস্থাপন অনুবিভাগের মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার।
এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, ডা. তারক নাথ কুন্ডু, হোটেল ব্যবসায়ী আব্দুস ছাত্তার, রনি, শাহিনুর ইসলাম প্রমুখ।