স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ হেলাল, স্থানীয় এমপির ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি ও ধুনট উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ধুনটে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা শ্রমিকলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, আ’লীগ নেতা গোলাম ওহাব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সদস্য সুজন শেখ, শ্রমিকলীগ নেতা আব্দুস সাত্তার, সেলিম রেজা, গোলাম, শাহজাহান, জাহাঙ্গীর, তারেক, রবিউল, সোবাহান, সোহাগ, মোস্তফা প্রমূখ।