স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর ৪ দিকে গোসাইবাড়ী ইউনিয়নের নিজ নাটাবাড়ি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নিজ নাটাবাড়ী গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে দুলাল হোসেন (৪২), শহড়াবাড়ি ঘাট এলাকার আজাদ বক্সের ছেলে শহিদুল ইসলাম শাকি (৪০) ও বেড়রবাড়ি সরকারপাড়া এলাকার জোলা সরকারের ছেলে মিঠু সরকার (৪৫)।
পুলিশ জানায়, গোসাইবাড়ী ইউনিয়নের নিজ নাটাবাড়ি গ্রামের দুলাল হোসেন তার বাড়িতে একাধিক মাদক ব্যবসায়ীদের কাছে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছিল।
এমন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই আসাদুজ্জামান, এসআই রুহুল আমিন খান ও এসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের উপস্থিতি টেয় পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৫০০ গ্রাম গাঁজা ও ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এঘটনায় গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ী এবং পলাতক আরো ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।