স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও নগদ টাকা ২ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার সরুগ্রাম এলাকার মাসুদ রানার ছেলে রাইসুল সালেহীন (২৬) ও নদীগ্রাম উপজেলার রনবাঘা গ্রামের ছলিম উদ্দিনের ছেলে হোসেন আলী (২৫)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার নলডাঙ্গা গ্রাম থেকে ২০০ গ্রাম গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় মাদক বিক্রির নগদ ৮ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
এঘটনায় গ্রেফতারকৃত আসামী সহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।