এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ার কাহালুর মুরইল ইউনিয়নের ভাগদুবড়া সরকারি খাস জায়গায় উপর ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ২৩টি পরিবার সহ অন্যান্য ইউনিয়নের মোট ৪৬টি পরিবারের বাসগৃহের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়।
সোমবার বিকেলে বাসগৃহের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো: হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান, মুরইল ইউপি চেয়ারম্যান মো: হারেজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জববার, মুরইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গোফ্ফার করিম, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কাহালু মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।