পলাশবাড়ীর ৬টি ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্বাচন কমিশনের ৩য় দফা তফসিলভুক্ত ৬টি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ স্থানীয় দলীয় নেতাকর্মী ও নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র দাখিল করেন।

১ নভেম্বর সোমবার উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার শাহিনুর আলমের নিকট আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ২নং হোসেনপুর ইউনিয়নের একেএম আহমেদুল কবীর রাঙ্গা, ৫নং মহদীপুর ইউনিয়নের তৌহিদুল ইসলাম মন্ডল মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মাহাতাব হোসেনের নিকট আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেতকাপা ইউনিয়নের আব্দুল গণি সরকার ও পবনাপুর ইউনিয়নের কেএম ছিদ্দিকুল ইসলাম রবি।

অপরদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আলতাব হোসেনের নিকট আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ৮নং মনোহরপুর ইউনিয়নের আব্দুল ওহাব রিপন ও ৯নং হরিনাথপুর ইউনিয়নের আতিকুর রহমান আতিক মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাবেক ভিপি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, আলহাজ্ব সেকেন্দার আকন্দ, কৃষকলীগ সভাপতি মহাব্বতজান চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস, সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, সাধারণ সম্পাদক উম্মে হানী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, উপজেলা যুব মহিলালীগ সভাপতি কল্পনা বেগম, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।