এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
জেল হত্যা দিবস উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কাহালুর চারমাথাস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মন্নান।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, আওয়ামীলীগ নেতা ও কাহালু সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জোব্বার, আওয়ামীলীগনেতা আবুল কাশেম, শাফিকুল ইসলাম শফিক, আব্দুল গোফ্ফার করিম, ফজলুল হক, শামীম খন্দকার, সামছুদ্দোহা রাবু, মুঞ্জুরুল আলম, তোজাম্মেল হক,
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রিপন সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সাধারণ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক জিন্নাহ সাহানা,
পৌর কৃষলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, কাহালু কলেজ ছাত্রলীগের আহবায়ক সেহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়জীদ, কাহালু পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব, পৌর যুবলীগের সহ-সভাপতি আবু বক্কর, রানা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।