নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইন ও ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৬ নভেম্বর) রাতে বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় পৃথক অভিযানে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার শাজাহানপুর থানাধীন শাজাপুর (পন্ডিতপাড়া) এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী পাপিয়া বেগম (২৬), একই থানাধীন বৃ কুষ্টিয়া গ্রামের মৃত বাজিতুল্লার ছেলে মিজানুর রহমান (৩৫) ও মৃত আজাহার আলীর ছেলে আব্দুল মোত্তালেব (৩৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, বগুড়া ক্যাম্প জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য হেফাজতে রেখে অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন লতিফপুর দক্ষিণপাড়াস্থ শাহ সুলতান কলেজ গেইটের সামনে পাকা রাস্তা থেকে ১২ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ীকে পাপিয়া বেগমকে (২৬) আটক করা হয়।
অপরদিকে পৃথক আরেকটি অভিযান চালিয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বৃ-কুষ্টিয়া গ্রাম থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৩৫) ও আব্দুল মোত্তালেব (৩৭) কে আটক করা হয়।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়েরের পর ওই থানায় সোপর্দ করা হয়েছে।