নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
আগামী ২৮ নভেম্বর বগুড়া জেলার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপজেলায় চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ৬০ জন প্রার্থী।
তন্মধ্যে রবিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় চিকাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করেছেন চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেফ বাদশাহ।
ওই ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নাজমুল কাদির শিপন।
এব্যাপারে আওয়ামীলীগ নেতা আলেফ বাদশাহ বলেন, দলের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
জানাগেছে, চিকাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সহ ৮ জন মনোয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে আওয়ামীলীগ নেতা আলেফ বাদশাহ বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করলেও তিনি তা প্রত্যাহার করেছেন।
ওই ইউনিয়ন অন্য ৭ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক নাজমুল কাাদির শিপন, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক আকন্দ, সামসুজ্জোহা বেলাল, আব্দুর রাজ্জাক, আরিফুর রহমান, মাহবুবুর রহমান মাসুদ ও বিএনপির সমর্থিত সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী জানান, আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এরপর ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২৮ নভেম্বর ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এপর্যন্ত মাত্র একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যহার করেছেন।