ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অংশ নেয়া সাধারণ সদস্য প্রার্থী সহ ৪৯ জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) উপজেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
তন্মধ্যে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন প্রার্থীরা কি প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেনে নিন..
ধুনট সদর ইউনয়ন:
ধুনট সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মাসুদ রানা (নৌকা), বিদ্রোহী প্রার্থী ধুনট সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী আলমগীর আজাদ (আনারস) ও শাহিনুর আলম টগর (ঘোড়া)।
নিমগাছী ইউনিয়ন:
নিমগাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সদস্য সোনিতা নাসরিন (নৌকা), বিএনপির সমর্থিক বর্তমান চেয়ারম্যান আজাহার আলী পাইকার (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী আলেক উদ্দিন মন্ডল (দুটি পাতা), জহুরুল ইসলাম প্রামানিক (মোটরসাইকেল), নবাব আলী মন্ডল (চশমা), রুহুল আমিন (অটোরিক্সা) ও শাহাদত হোসেন (আনারস)।
এলাঙ্গী ইউনিয়ন:
এলাঙ্গী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য তোজাম্মেল হক প্রামানিক (নৌকা), এলাঙ্গী ইউনিয়ন আ’লীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলাল (আনারস), বিএনপির সমর্থিত প্রার্থী পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী শামছুদ্দোহা জিএম সম্রাট (ঘোড়া), এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশ (মোটরসাইকেল), ইসলামী আন্দোলনের প্রার্থী আসাদুল শেখ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা (চশমা)।
চৌকিবাড়ী ইউনিয়ন:
চৌকিবাড়ী ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী কুদরত ই খুদা জুয়েল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হাসানুল করিম পটু (আনারস), ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী মজনু শেখ (হাতপাখা) ও মকবুল হোসেন (ঘোড়া)।
মথুরাপুর ইউনিয়ন:
মথুরাপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ জেমস (নৌকা), জাতীয়পাটি মনোনীত প্রার্থী খাদেমুল ইসলাম (লাঙল), জাকের পার্টির প্রার্থী এমএ রাজ্জাক (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান (মোটরসাইকেল), মোহাম্মদ আলী তালুকদার (ঘোড়া) ও শফিকুল ইসলাম (আনারস)।
গোপালনগর ইউনিয়ন:
গোপালনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহ আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপির সমর্থিত সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম (আনারস), ইসলামী আন্দোলনের প্রার্থী তরিকুল ইসলাম (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী ওমর আলী (গোলাপ ফুল)।
কালেরপাড়া ইউনিয়ন:
কালেরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন শিপন (মোটরসাইকেল)।
চিকাশী ইউনিয়ন:
চিকাশী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক বর্তমান চেয়ারম্যান নাজমুল কাাদির শিপন (নৌকা), বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী সামসুজ্জোহা বেলাল (আনারস), আরিফুর রহমান (ঘোড়া), আব্দুর রাজ্জাক (চশমা), আব্দুর রাজ্জাক আকন্দ (দুটি পাতা) ও মাহবুবুর রহমান মাছুদ (টেবিল ফ্যান)।
গোসাইবাড়ী ইউনিয়ন:
গোসাইবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সামছুল বারী শেখ (নৌকা), বর্তমান চেয়ারম্যান মইনুল হাসান মুকুল (চশমা), স্বতন্ত্র প্রার্থী বগুড়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এএসএম জিয়াউল আলম (অটোরিকশা), আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাসুদুল হক বাচ্চু (ঘোড়া), সাবেক চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্বল (মোটরসাইকেল) ও হারুন অর রশিদ (আনারস)।
ভান্ডারবাড়ী ইউনিয়ন :
ভান্ডারবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার পারভেজ রুবন (নৌকা), বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতিকুল করিম আপেল (আনারস) ও সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন বাবু (মোটরসাইকেল)।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী জানান, ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও বৃহস্পতিবার শেষ দিনে ১১জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর ১০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।