দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যান চালক সহ ২ জন নিহত হয়েছে। এছাড়া এঘটনায় ভ্যানে থাকা আরো দুই যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
রবিবার (১৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে দুপচাঁচিয়া উপজেলার মোলামগাড়ী সড়কের কাথাহালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সাগর (১৮) ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে দশম শ্রেণীর শিক্ষার্থী ভ্যান চালক আশিক (২০)।
স্থানীয়সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে ভ্যানে যাত্রী নিয়ে কোলগ্রামের দিকে যাচ্ছিলেন চালক আশিক। তারা উপজেলার মোলামগাড়ী সড়কের কাথাহালী এলাকায় পৌঁছলে ভ্যানের এক্সেল ভেঙে যায়।
এসময় পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ভ্যানচালক আশিক, শিক্ষার্থী সাগর, শ্রাবণ ও মোস্তফা কামাল গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগর ও আশিক মারা যায়।
বগুড়ার আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ এতথ্য নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।