এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
৪র্থ ধাপে ইউপি নির্বাচনের জন্য বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত বগুড়ার কাহালুর ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগ মনোনীত ৮জন, ২জন ইসলামী আন্দোলন সহ ৩৩ জন স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ২৬৮ জন ও ১০০ জন সংরক্ষিত পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
কাহালু উপজেলা নির্বাচন অফিসার জান্নাত আরা জলি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাযায়, কাহালু উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, বগুড়া জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও মুরইল ইউপি চেয়ারম্যান হারেজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম, পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী, কাহালু সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মিঠু, জামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক মনোয়ার হোসেন খোকন, বীরকেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আকরাম হোসেন ও কালাই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আজাহার আলী।