ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন ৪ জন প্রার্থী।
এছাড়া আরো ৬ ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র ৪ জন এবং ১ জন আওয়ামীলীগের বিদ্রোহ প্রার্থী ও ১ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, ১ং নিমগাছী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সোনিতা নাসরিন (নৌকা) ৬ হাজার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রুহুল আমিন (অটো রিকসা) পেয়েছেন ৪ হাজার ৫৮২ ভোট।
২নং কালেরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন (মোটরসাইকেল) ৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৮৮১ ভোট।
৩নং চিকাশী ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন জুয়েল (মোটরসাইকেল) ৪ হাজার ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আরিফুর রহমান (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৭৩০ ভোট।
৪নং গোসাইবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহ প্রার্থী মাসুদুল হক বাচ্চু (ঘোড়া) ৫ হাজার ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শামছুল বারী (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৫৩২ ভোট।
৫নং ভান্ডারবাড়ী ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন বাবু (মোটরসাইকেল) ৫ হাজার ৮৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিকুল করিম আপেল (আনারস) পেয়েছেন ৩ হাজার ৯১৩ ভোট।
৬নং ধুনট সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এসএম মাসুদ রানা (নৌকা) ৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহ প্রার্থী মোস্তাফিজুর রহমান মন্টু (মোটরসাইকেল) পেয়েছেন ৬ হাজার ৭০০ ভোট।
৭নং এলাঙ্গী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তাজাম্মেল হক (নৌকা) ৩ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির স্বতন্ত্র প্রার্থী শামুদ্দোহা সম্রাট (মোটরসাইকেল) পেয়েছেন ৩ হাজার ৫২১ ভোট।
৮নং চৌকিবাড়ী ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাসানুল করিম পটু (আনারস) ৭ হাজার ৪২৯ ভোট পেয়ে র্নিবচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুদরত ই খুদা জুয়েল (নৌকা) পেয়েছেন ৫ হাজার ২৬১ ভোট।
৯নং মথুরাপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক (নৌকা) ১০ হাজার ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (আনারস) পেয়েছেন ৬ হাজার ১৯৬ ভোট।
১০নং গোপালনগর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম (আনারস) ১১ হাজার ৭৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহ আলম (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৬৭৪ ভোট।