নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সোনিতা নাসরিন (নৌকা) প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইফতি গ্রুপ ও ধুনট মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সোমবার এক বিবৃতিতে নবনির্বাচিত ওই নারী চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানো হয়।
সোনিতা নাসরিন ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপনের স্ত্রী।
সোনিতা নাসরিন ধুনট উপজেলার প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন, ইফতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, অনুসন্ধানবার্তা ও অনুসন্ধান নিউজের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ইমরান হোসেন ইমন, ইফতি গ্রুপের নির্বাহী পরিচালক ও ধুনট বার্তা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ফিজু আকতার, ধুনট মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ রাশেদ, যুগ্ন সম্পাদক কারিমুল হাসান লিখন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ ইমরান মুরাদ আনোয়ার, সদস্য শাওন ইসলাম সুমন, সোহেল শেখ প্রমূখ।