আবু তৈয়ব সুজয়, কাজিপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন ভাবেই যেন উন্নয়নে ধারা ব্যহত হতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা নদীর ভাঙ্গন রোধে উপজেলার সিংড়াবাড়ী, পাটাগ্রাম ও বাঐখোলা এলাকা সংরক্ষণ প্রকেল্পর আওতায় কাজিপুর উপজেলার খুদবান্দী ও সিংড়াবাড়ী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি তানভীর শাকিল জয়।
তিনি আরো বলেন, যমুনার ভাঙন রোধে মহাপরিকল্পনার কাজ খুব অল্প সময়ের মধ্যে শুরু হবে। বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষ যমুনার ভাঙ্গন থেকে রক্ষা পাবে।
এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।