এম এম মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, কাহালুর পাইকড় ইউনিয়ন পরিষদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মিটু চৌধুরীকে পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত করুন।
সোমবার বিকেলে বগুড়ার কাহালুর পাইকড় খেলার মাঠে পাইকড় ইউপি নির্বাচন উপলক্ষে পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মিটু চৌধুরীর এক বিশাল নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
নির্বাচনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল খালেক।
নির্বাচনী আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মিটু চৌধুরী।
উক্ত নির্বাচনী আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মনসুর রহমান মুন্নু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ,
বগুড়া জেলা আওয়ামীলীগের কার্যনিবাহি সদস্য ও কাহালু-নন্দীগ্রাম এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা তৌহিদুল করিম কল্লোল, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক (তিতাস), সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, পাইকড় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সামছুল হক প্রমূখ।
উক্ত নির্বাচনী আলোচনা সভায় প্রার্থীর প্রায় ৪/৫ হাজার কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।