এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুর মালঞ্চা হাটে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম এর নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে মিছিল শেষে এক সমাবেশ মালঞ্চা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মরিচ এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম।
কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্মীয় বিষয়ক সম্পাদক শাহজাহান আলীর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগনেতা শাফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ আওয়ামী তাঁতীলীগ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যাণ পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রিপন চন্দ্র সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন কুমার প্রামানিক, আওয়ামীলীগ নেতা আছাফুদ্দৌলা ডলার, রেজুয়ান, আলহাজ্ব আব্দুল কাদের সরকার, আলহাজ্ব আবুল হোসেন বাবুল, আলহাজ্ব মকবুল হোসেন, আব্দুল গণি মাষ্টার, নজরুল ইসলাম, আফতাব, আবু তালেব মাষ্টার, রব্বানী, গোলাম হোসেন, দুলাল, জেলা ছাত্রলীগনেতা জিহাদুল ইসলাম জিহাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রকি হোসেন, মালঞ্চা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ইউ পি সদস্য বকুল হোসেন, যুবলীগ নেতা রায়হান সরকার লয়া প্রমূখ।