নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় এক প্রতিবন্ধি নারী তার ভাইদের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ দীর্ঘদিনেও তার অভিযোগটি আমলে নেয়নি। একারনে ভাইদের নিত্যদিনের নির্যাতনের শিকার হয়ে বিচারের দাবিতে পথে পথে ঘুরছেন ওই প্রতিবন্ধি নারী।
মঙ্গলবার সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিমভরনশাহী গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধি মদিনা খাতুন ধুনট মডেল প্রেসক্লাবে এমন অভিযোগ করেন।
ওই প্রতিবন্ধি নারীর ভাতিজা সবুজ মিয়া বলেন, ধুনট বাজারের মাংসহাটির এলাকার পাশে আমার ফুফুর পৈত্রিক সূত্রে আধা শতক এবং ক্রয়কৃত আড়াই শতক জমিতে দীর্ঘদিন বসবাস করে আসছে। কিন্তু আমার ৩ চাচার মধ্যে ২ চাচা আমার ফুফু মদিনা খাতুনের জমি দখলের চেষ্টা করতে তার জমির বাউন্ডারী ওয়াল ভাংচুর করেছে। আমার ফুফু প্রতিবন্ধি হওয়ায় আমার চাচারা মাঝেমধ্যেই তার জমি দখলের চেষ্টা করে আসছে।
তিনি আরো জানান, তারা দিন এনে দিন খায়? তাই চাচারা কিছু প্রভাবশালী ব্যক্তিকে টাকা দিয়ে ম্যানেজ করে এই প্রতিবন্ধি ফুফুর জমি দখলের চেষ্টা করে আসছে। এবিষয়ে আমার ফুফু মদিনা খাতুন গত ৭ ডিসেম্বর ধুনট থানায় বাদী হয়ে আমার চাচা পশ্চিমভরনশাহী গ্রামের মৃত গণি শেখের ছেলে শুক্কুর আলী শেখ ও খোকা শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু দায়িত্ব্প্রাপ্ত কর্মকর্তা এখনও ঘটনাস্থলে যাননি। একারনে আমার চাচাদের হুমকিতে ভীত সন্ত্রস্ত হয়ে বিচারের আশায় প্রতিবন্ধি ফুফু মদিনা খাতুন এখন দ্বারে দ্বারে ঘুরছেন।
তবে এবিষয়ে ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পাওয়ার পরই সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু সাময়িক ব্যস্ততার কারনে উভয় পক্ষকে নিয়ে সমঝোতার বৈঠক করা সম্ভব হয়নি। অচিরেই এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এঘটনাটি অবগত নই। তারপরও খোঁজখবর নিয়ে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।