শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভুল-ক্রুটিসহ নানাবিধ কারণে ৬ হাজার ৬২১ ভোট বাতিল করা হয়েছে। যা মোট ভোটের এক দশমিক নয় চার শতাংশ প্রায়।
এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৪২ হাজার ২৯ জন। এতে করে নাগরিক তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েও যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান থেকে বঞ্চিত হয়েছেন।
ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, নাকাই ইউনিয়নে ভোট বাতিল হয়েছে ১০৭১টি, মহিমাগঞ্জে ৭৯১, হরিরামপুরে ৫৬৪, তালুককানুপুরে ৫৬৩, দরবস্তে ৪৫৫, শাখাহারে ৪৩৬, কোচাশহরে ৪২৪, রাখালবুরুজে ৪১৫, সাপমারায় ৪১০, গুমানিগঞ্জে ৩৯০, শালমারায় ৩৮৬, কাটাবাড়ী ৩৫০, রাজাহারে ১৭৮, ফুলবাড়ীতে ১৬৩ ও কামদিয়ায় ২৫ ভোট বাতিল হয়েছে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, একই ব্যালটে দুই বা ততোধিক প্রার্থীর প্রতীকে সিল মারা, প্রতীকের বাহিরে সিল দেওয়া, ব্যালটে কোন দাগ বা চিহ্ন থাকাসহ নানা কারণে ভোট বাতিল করা হয়। সুতরাং ভোট প্রদানের ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল রাখতে হবে ভোটারদের। অন্যথায় ভোট দিয়েও কাজ হবেনা। ভুল-ত্রুটি থাকায় সেসব ভোট বাতিলই হবে।