ধুনটে হেরোইন সহ মা-মেয়ে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় হেরোইন সহ একাধিক মাদক মামলার আসামী মা ও মেয়েকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার দুপুরে ধুনট বাজারের মাংসহাটি এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ী মা-মেয়েকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ধুনট সদরের চালাপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের স্ত্রী বুলবুলি বেগম (৪৭) ও মেয়ে সুবর্ণা খাতুন (২৩)।

পুলিশ জানায়, সম্প্রতি বুলবুলি বেগম ধুনট সদরপাড়া এলাকায় তার বাবা মৃত আসাদ শেখের বাড়িতে বাসবাস করে আবারও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার মাদক ব্যবসায় সহযোগিতা করছিল তার মেয়ে সুবর্ণা খাতুন।

শুক্রবার দুপুরে বুলবুলি বেগম ও তার মেয়ে সুবর্ণা খাতুন ধুনট বাজারের মাংসহাটি এলাকায় মাদকদ্রব্য বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে গ্রেফতার করে।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মাদক বিক্রির সময় ২ গ্রাম হেরোইন সহ বুলবুলি বেগম ও সুবর্ণা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বুলবুলি বেগমের বিরুদ্ধে ধুনট থানায় আরো ৪টি মাদক মামলা এবং সুবর্ণা খাতুনের বিরুদ্ধে আরো ২টি মাদক মামলা রয়েছে।