নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়া জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে সামনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
সভাপতির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, ২০১৪ সালের এই দিনে বিনা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামীলীগ। তারা বার বার জনগণের সাথে প্রতারণা করেছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠায় দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
এদিকে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মানববন্ধনস্থলে জড়ো হয়। এসময় মিছিল থেকে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গন মুখরিত করে।
মানববন্ধনে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌর সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শহর বিএনপির আহবায়ক মাহবুবর রহমান বকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, এনামুল কাদির এনাম, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনির, সাইদুজ্জামান শাকিল, মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান শামীম,
জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোজাম্মেল হক, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ এম রাসেল মামুন, জেলা মহিলা নেত্রী নাজমা আক্তার, বগুড়া শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, যুগ্ম আহবায়ক হারুন অর-রশীদ সুজন প্রমূখ।