এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলা তাঁতী লীগের সদস্য ফারুক হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাহালু উপজেলা তাঁতী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে কাহালু ঐতিহাসিক রেলওয়ে বটতলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা তাঁতী লীগের সভাপতি শাহিন ফকিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: হেলাল উদ্দিন কবিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন, কাহালু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক উদ্দিন কবিরাজ, কাহালু সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মিঠু, কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা তাঁতীলীগের সহ-সভাপতি নাজমুল হক সজিব, সাংগঠনিক সম্পাদক আপেল মল্লিক, উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি, কাহালু উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন, কাহালু উপজেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ উচ্ছাস, উপজেলা যুব মহিলালীগ নেত্রী ও পৌর কাউন্সিলর আছমা বেগম, নিহত ফারুকের পিতা নুরুল ইসলাম নুরু, ছেলে সাজু, মেয়ে রুপা, দুপচাঁচিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহ নেওয়াজ খান সুমন রবিন, কাহালু উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক বাবু কবিরাজ, সহ-সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, সাংগঠনিক আতিক, মাছুম, পৌর যুব শ্রমিকলীগের সভাপতি আলী অক্কাছ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমূখ।