জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : অনুসন্ধানবার্তা
আগামী ৩১ জানুয়ারী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনে দেশের বড় দুই দলের মধ্যেই রয়েছে বিদ্রোহী প্রার্থীর ছাড়াছড়ি।
তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত ১১ জন দলীয় প্রার্থীরা হলেন, বোহাইল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা তরফদার টুক, ফুলবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, কর্ণিবাড়ী ইউনিয়নে আনছার আলী মাস্টার, সারিয়াকান্দি সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সাহাম্মত করিম, কাজলা ইউনিয়নে শাহ জাহান আলী, কামালপুর ইউনিয়নে রাশেদুউজ্জামান রাসেল, ভেলাবাড়ী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী টুকু, নারচী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু, চন্দনবাইশা ইউনিয়নে মাহমুদুন নবী, কুতুবপুর ইউনিয়নে আতাউর রহমান মিঠু ও হাটশেরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান মতি।
অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও কেন্দ্রীয় বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থীর আড়ালে বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন।
বিএনপি থেকে যারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তারা হলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.এস.এম রফিকুল ইসলাম (কাজলা ইউনিয়ন), সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল হায়দার রুমি (ভেলাবাড়ী ইউনিয়ন), উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দীপন, কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান, কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক খাদেমুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লাল মাহমুদ লাল (সারিয়াকান্দি সদর), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন বাদশা (হাট শেরপুর ইউনিয়ন),
নারচী ইউনিয়ন বিএনপি নেতা মোকলেছুর রহমান (মদন) (নারচী ইউনিয়ন), ফুরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকতারুজ্জামান (বুলবুল), উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম (বেলাল), আব্দুর রাজ্জাক (রাজু), গত নির্বাচনের ধানের শীষের প্রার্থী তাহেরুল ইসলাম (ফুলবাড়ী ইউনিয়ন), বোহাইল ইউনিয়ন বিএনপির আহবায়ক নাইমুল হক ও গত নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ (বোহাইল ইউনিয়ন), গত নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ইমরান আলী রনি (কুতুবপুর)।
এব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাদেক মোহাম্মদ আজিজ লাবলু সাংবাদিকদের জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহনকরবে না। তারপরেও বিএনপির কোন নেতা নির্বাচনে প্রার্থী হলে সেটা তার একেবারেই ব্যক্তিগত ব্যাপার ।