
নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপির) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন উপলক্ষে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত ৩ মহিলা সদস্যদের উক্ত সংবর্ধনা প্রদান করেন এলাকাবাসী।
চৌকিবাড়ী ইউপি সচিব কামরুল হাসানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিশ^হরিগাছা উচ্চ বিদ্যালয়ের সভপতি জাহিদ হাসান বিল্পব, ১নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ, ২নং ওয়ার্ডের সদস্য মিন্টু মিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য মজনু তালুকদার, ৪নং ওয়ার্ডের সদস্য নজর আলী, ৫নং ওয়ার্ডের সদস্য গোলাম রব্বানী খান, ৬নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির সুজন, ৭নং ওয়ার্ডের সদস্য আবু সাইদ, ৮নং ওয়ার্ডের সদস্য আবু হাসান হিরা, ৯নং ওয়ার্ডের সদস্য সুইট আহমেদ, সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডের সদস্য চায়না খাতুন, ৪,৫,৬নং ওয়ার্ডের সদস্য রোকসানা আক্তার ও ৭,৮,৯নং ওয়ার্ডের সদস্য পাপিয়া খাতুন।
ভিডিও দেখুন-