কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ার আহমেদকে কুপিয়ে আহত করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে এঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে গ্রামবাসীরা। শনিবার বিকেল ৩টার দিকে কাজিপুর উপজেলার গান্ধাইল দক্ষিনপাড়া বড় মসজিদ সংলগ্ন হটার মোর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ধর্মসভার ব্যানারে নাম দেয়াকে কেন্দ্র করে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ার ও গান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক লিখন মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সরোয়ারের উপর হামলা চালায় লিখন। হামলায় সরোয়ারের দুটি পায়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এবিষয়ে আওয়ামীলীগ নেতা শহীদ সরোয়ারের ভাতিজা রাজিব বলেন, গান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক লিখন মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাকিব হোসেন ও ছাত্রলীগ কর্মী জাকির হোসেনের নেতৃত্বে হামলা চালানো হয়। তারা শহীদ সরোয়ারের দুটি পা কুপিয়ে আহত করেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর আগে ছাত্রলীগের নেতারা শহীদ সরোয়ারের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির মহিলাদের অস্ত্রের ভয় দেখিয়ে চলে যায়। এঘটনায় কাজিপুর থানায় রাতেই মামলা দায়ের হয়েছে।
অপরদিকে এঘটনার পর শনিবার রাতে গ্রামবাসি একজোট হয়ে সন্ত্রাসীদের আটকের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এমনকি পরদিন ভোরে গ্রামবাসি আবারো একজোট হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সিমান্তবাজারে অবস্থান নেন। এসময় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুদ্ধ জনতা টায়ার জ্বালিয়ে দিনভর বিক্ষোভ করতে থাকে। বিকেল ৩টায় সিমান্ত বাজারে হামলাকারিদের আটকের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, ঘটনাটি দু:খজনক। ধর্মসভার ব্যানারে নাম দেয়াকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। যারা এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তবে এব্যাপারে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।