নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বিএনপির প্রতিষ্ঠাতা বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায় খাবার বিতরন করা হয়েছে। বুধবার খাবার বিতরন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
তিনি বগুড়ার মুখ ও বধির বিদ্যালয়, খান্দার আরাবিয়া এতিম খানা, রওশান শাহ হাফিজা মাদ্রাসা ও তালিমুল কোরআন সিরাজ উদ্দিন হাফিজা মাদ্রাসায় ৫০০ শত প্যাকেট খাবার বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, শহীদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনির, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কিসহ প্রমূখ নেতৃবৃন্দ।