নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন করোনায় আক্রান্ত হওয়ায় তার রোগমুক্তি কামনায় বগুড়ার ধুনটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধুনট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক ফরিদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, সদস্য ইমরুল কাদের সেলিম, শামীম মন্ডল, এলাঙ্গী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলাল, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার সহ দলীয় নেতৃবৃন্দ।