নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন সহ ৭ জনকে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট অফিসারপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহেল কাফি পাপ্পু (৩৬), চিকাশী দক্ষিনপাড়া এলাকার মৃত লাল মিয়া মন্ডলের ছেলে রাসেল মন্ডল (৩৮), কাশিয়াহাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে মহব্বত হোসেন (৪০), বানিয়াজান গ্রামের কালা চাঁন রবিদাসের ছেলে মঙ্গল রবিদাস (২৫), কালেরপাড়া গ্রামের অমৃত রবিদাসের ছেলে স্বপন রবিদাস (৩৫), পশ্চিমভরনশাহী গ্রামের আব্দুল রহমানের ছেলে রঞ্জু ওরফে বল্টু (৩২) ও শেরপুর উপজেলার ঝাঁঝর মধ্যপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে আফাজ উদ্দিন (৩২)।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে গোপন ভিত্তিতে ধুনট সদরের টিএনটি মোড় এলাকায় আব্দুল্লাহেল কাফি পাপ্পুর নিজ বাড়ির তৃতীয় তলা ফ্লাট বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ২ গ্রাম হেরোইন ৭ জনকে গ্রেফতার করা হয়। এঘটনায় পলাতক আসামী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তন্মধ্যে আব্দুল্লাহেল কাফি পাপ্পুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।