সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্ত্রীর উপর অভিমান কওে এক স্বামী আত্মহত্যা করেছেন।
জানা যায়, বুধবার (৯ জুন) সকালে শিবগঞ্জ পৌরসভার এলাকার ২নং ওয়ার্ডের অর্জুনপুর গ্রামের ওহাব আলীর ছেলে কৃষক জার্জেল (২৭) তার স্ত্রী মিনারা খাতুনের উপর অভিমান করে গ্যাস টাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে বগুড়ার হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে সে মারা যায়।
এ ব্যাপারে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, স্ত্রীর উপর অভিমান করে কৃষক জার্জেল আত্মহত্যা করেছেন।