শাহজাহান আলী, নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, কাজিপুর:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় চলতি মৌসুমে আবহাওয়া অনুকুল থাকায় ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
কাজিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় ৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ১৫০ হেক্টর জমিতে এ বছর ভুট্টার আবাদ বেশী হয়েছে। এছাড়া প্রতিবছরই ভুট্টার আবাদ কিছু না কিছু পরিমানে বাড়ছে। তবে কাজিপুরের চরাঞ্চলে ভুট্টার চাষ বেশী হয়ে থাকে।
নিশ্চিন্তপুর গ্রামের কৃষক শাহিন আলম জানান, বর্তমানে জমিতে আগাছা দমনের জন্য কীটনাশক বিষ প্রয়োগের মাধ্যমে নিরানীর কাজ সম্পন্ন করেছি। খরচ খরচাও তুলনামূলক কম হচ্ছে। এছাড়া বিক্রয়মূল্যে বেশী পাওয়া যায় বলেই কৃষকগণ লাভজনক ভুট্টা চাষে বেশী ঝুঁকেছে।
কাজিপুর উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চরের জমি ভুট্টা চাষে অনুকুল হওয়ায় হেক্টর প্রতি ৯ থেকে সাড়ে ৯ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়ে থাকে।
নাটুয়ারপাড়া গ্রামের কৃষক চাঁন মিয়া জানান, ভুট্টা চাষে পানি সার ছাড়া বাড়তি ঝামেলা নাই। এছাড়া রোগ বালাই নাই বল্লেই চলে। উৎপাদন খরচের চেয়ে লাভ বেশী হওয়ায় চরের কৃষকরা ভুট্টার আবাদ বেশী করছেন।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানান, চরের জমি বেলে দোআঁশ হওয়ার কারণে ভুট্টার ফলন বেশী হয়। চলতি মৌসুমে কাজিপুরে সরকারি প্রণোদনার ৩ হাজার ৮শ কৃষককে বিনামূল্যে ভুট্টার বীজ ও সার প্রদান করা হয়েছে। সামনে কোন দূর্যোগ না হলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।