নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা : ধুনট
বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তারের রোগমুক্তি কামনায় ধুনটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ধুনট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলম, সহসভাপতি রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আফসার আলী, চিকাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলেফ বাদশা, এলাঙ্গী ইউনিয়ন আ’লীগের সভাপতি এম এ তারেক হেলাল, আ’লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, রানাউল আমিন, দুলাল শেখ, উপজেলা শ্রমিকলীগ নেতা রুবেল মাহমুদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।