নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট :
বগুড়ার ধুনট উপজেলায় অবৈধভাবে পল্লী বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদ মিয়া (২৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু আরিয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় আহত ব্যক্তি শহীদ মিয়া গাবতলী উপজেলার কলার বাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় একজন ঝালাই মিস্ত্রি।
জানা যায়, ধুনট উপজেলার নাংলু আরিয়ার দিঘি গ্রামের আমজাদ হোসেনের ছেলে নিমগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে সাউদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি থেকে ভেটু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার মাটিকাটার সময় বাধা হয়ে দাড়ায় সরকারি জায়গার একটি বট গাছ। তখন ইবনে সাউদ বট গাছটি কাটার সময় ভেকু মেশিনের একটি ডালা ভেঙ্গে যায়।
তখন ভেকু মেশিনের ভাঙ্গা ডালা ঝালাই দেওয়ার জন্য ১১ হাজার ভোল্টেজের পল্লী বিদ্যুতের লাইন থেকে অবৈধভাবে চুরি করে সংযোগ নিয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ঝালাই মিস্ত্রী শহীদ মিয়া। পরে তাকে উদ্ধার করে প্রথমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় রেফার্ড করা হয়।
এব্যাপারে ধুনট থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।