তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না : বগুড়ায় সাবেক এমপি লালু

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, বগুড়া:
বিএনপি চেয়রপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হবে না। তাই পরিষ্কারভাবে বলে দিতে চাই একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে বগুড়া শহরের নারুলী স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার আওতাধীন ২০নং ওয়ার্ড যুবদলের কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন।

বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি এর সভাপতিত্বে ও সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি ও যুগ্ন-আহ্বায়ক হারুনর রশিদ সুজন এর সঞ্চালনায় কর্মি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

কর্মি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সহীদ উন নবী সালাম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, ২০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাউন্সিলর রসম আলী ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ-সভাপতি নূর মোহাম্মদ, সদর থানা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস জেলা যুবদলের সদস্য আনোযার হোসেন শান্ত আলি রেজা, তারিক মজিদ সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন।

আরো বক্তব্য রাখেন জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ সাজন, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম, রেজাউল করিম লাবু, সাইফুল ইসলাম রনি, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, আলি রেজা রুনু, তাজমিলুর ইসলাম বিচিত্র, মাহমুদুল হাসান প্রিন্স, সুুরুজামান, ফরিদ আহমেদ মুন, শাহাদত হোসেন সোহাগ, জুম্মান শেখ, রাশেদুল কবির, মেহেদি হাসান নয়ন, মোসলেম উদ্দিন স্বপন, রেজাউল করিম, মাসুম, বিপুল,

শহর যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিবলু, মোহাম্মদ জাহেদ হোসেন, আবু সাঈদ মন্ডল, সাদ্দাম হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক তৌহিদূর রহমান প্রমূখ।