নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: ধুনট
মহান ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, আ’লীগ নেতা গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম প্রমূখ।