শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ৩৭ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল রহমান জিয়ারু (৪২) ও তার স্ত্রী কুলসুম বেগমকে (৩২) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী এলাকার আশরাফুলের দোকানের পশ্চিম পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত জিয়ারুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আনন্দবাজার (চড়ুয়াপাড়া) গ্রামের ফজর আলী ছেলে এবং কুলসুম বেগম ধৃত জিয়ারুলের স্ত্রী।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৭ বোতল ফেন্সিডিল সহ জিয়ারুল ও তার স্ত্রী কুলসুমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।







