শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে ২৫ মার্চ সকাল ১০ টায় সড়ক ও জনপদ অফিস সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সি-সার্কেল উদয় কুমার, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস প্রমূখ।
বক্তারা বলেন, ২৫ মার্চ ১৯৭১ সালের এই দিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে সারাদেশে নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে।
বাঙালির স্বাধীনতার আকাঙ্খা মুছে দেওয়ার চেষ্টায় সেদিন ২৫ গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি বাহিনী।