গোবিন্দগঞ্জে মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতার সহযোগির বগুড়ায় মৃত্যু

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বান্নী মেলায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বেলুন বিক্রেতার সহযোগি ফখরুদ্দিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার দরবস্ত ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, প্রতিবছর সরকারী ভাবে বান্নী মেলার দরপত্র আহবান করা হয়। কিন্ত এ বছর সরকারীভাবে মেলার দরপত্র হয়নি। তবে মেলা সরকারী ডাক না হলেও এবছরও স্থানীয়ভাবে মেলা কমিটি করে পট্টি ডাক, বসানো হয় মেলায়। এ মেলায় বিভিন্ন এলাকা থেকে মাছ, মিষ্টি, রসুন, খেলনাসহ নানা ধরনের পন্য ক্রয়-বিক্রয় করা হয়।

এ মেলায় এক বেলুন বিক্রেতা হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড গ্যাস সমন্বিত সিলিন্ডার হতে বেলুনে বাতাস প্রবেশের সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এসময় সিলিন্ডারের অতি নিকটে থাকা মেলায় আসা বিক্রেতা ফিরোজ মিয়ার ছেলে ফখরুদ্দিনের (১৫) এর পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়।

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফখরুদ্দিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফখরুদ্দিন (১৫) কোচাশহর শক্তিপুর গ্রামের বাসিন্দা।

এবিষয়ে দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের হাফিজার রহমানের ছেলে মেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান এর কাছে জানতে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ জানান, মেলা থেকে দুই জুয়ারীকে আটক করা হয়েছিল। পরে তাদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর ভ্রাম্যমান আদালতে হাজির করে জরিমানা করা হয়।

এ বিষয়ে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, অবৈধ ভাবে মেলা বসানোর সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।