বগুড়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি বন্ধে সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, বগুড়া:
বগুড়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে মালিক সমিতির নামে ব্যাটারী রিক্সা, ইজিবাইকের লাইসেন্স প্রদানের কথা বলে চাঁদাবাজি, হয়রানী ও বেআইনী তৎপরতা বন্ধে বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বগুড়া জেলা রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইক চালক-মালিক সংগ্রাম পরিষদের উদ্যোগে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা সংগ্রাম পরিষদের সংগঠক মাসুদ পারভেজ, রাফিউল আলম সুমন, সুকুমার দাস, পলাশসহ প্রমুখ নেতৃবৃন্দ।

স্মারকলিপির মাধ্যমে জানানো হয়, বিগত কয়েকদিন ধরেই ‘বগুড়া সদর উপজেলা রিক্সা, ভ্যান-রিক্সা মালিক সমিতি’ রেজি নং-০৭০ নম্বরধারী মালিক সমিতির নামে কিছু সংখ্যক ব্যক্তি বগুড়া শহরে ব্যাটারী রিক্সা, ইজিবাইকের লাইসেন্স, চালকের পরিচয় পত্র প্রদানের কথা বলে বাধ্যতামূলক সদস্যভূক্ত হবার জন্য গ্যারেজে গ্যারেজে হয়রানী, ভয়ভীতি প্রদর্শন করছে।

এছাড়াও চাঁদা আদায়কারীরা লিফলেট প্রদান করছে এবং তারা মৌখিকভাবে জানাচ্ছে যে, তাদেরকে ডিসি, এসপি, মেয়র লাইসেন্স প্রদান করেছে। সেটা নিতে হলে সবাইকে টাকা প্রদান করতে হবে। সদস্যভুক্তি বাধ্যতামূলক এই মর্মে মাইকিংও করেছে তারা।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ২০২২ সালের ০৪ এপ্রিল সুপ্রীম কোর্টে পূর্ণাঙ্গ বেঞ্চে মহাসড়ক ছাড়া সর্বত্র ইজিবাইক ও থ্রী হুইলার চলাচলের অনুমতি প্রদান করেছেন। তাছাড়াও ‘থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ খসড়া প্রস্তুত হয়েছে। এই খসড়া চূড়ান্ত করা ও কার্যকর করার দাবিতে সংগ্রাম কমিটির পক্ষে আমরা আন্দোলন করছি। তখন প্রশাসনের নাম ভাঙ্গিয়ে হয়রানী, চাঁদাবাজী ও বেআইনী তৎপরতা চালাচ্ছে অভ্যন্তরীন সড়কের চাঁদাবাজরা। স্মারলিপির মাধ্যমে হয়রানী, চাঁদাবাজী ও বেআইনী তৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানান।