নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, বগুড়া:
বগুড়ায় ১৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সুমন হাসান সোহেল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী বগুড়ার গাবতলী থানাধীন ধলিরচর এলাকার তোফাজ্জল মাষ্টারের ছেলে।
বগুড়া ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, সোমবার (১৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের মফিজপাগলার মোড় এলাকা থেকে ১৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সুমন হাসান সোহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।