নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট:
বগুড়ার ধুনট উপজেলায় কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
ধুনট উপজেলা কৃষকলীগের সভাপতি সাচ্চু মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও ধুনট সদর ইউপি চেয়ারম্যান এসএম মাসুদ রানা, আওয়ামীলীগ নেতা আল মাসুদ, ধুনট উপজেলা কৃষকলীগের উপদেষ্টা ইদ্রিস আলী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু, পৌর কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, মথুরাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকবর আলী, উপজেলা কৃষকলীগ নেতা হাসান আলী, মামুন হোসেন, রাতুল হাসান প্রমূখ।