ধুনটে শিশু শিক্ষার্থীর ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট:
বগুড়ার ধুনট উপজেলায় এক শিশু শিক্ষার্থীর ধর্ষণকারী দুই ভাইয়ের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বুধবার (২০ এপ্রিল) দুপুরে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

মামলাসূত্রে জানাগেছে, চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের জনৈক এক ব্যক্তি জীবিকার তাগিদে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছে। সেই সুবাদে ওই ব্যক্তি তার মেয়েকে দাদ-দাদির কাছে গ্রামের বাড়িতে রেখে যায়। মেয়েটি রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।

২০২০ সালের ৬ জুলাই রাত ৯টার দিকে মেয়েটির দাদা-দাদি বাড়িতে না থাকায় সে একাই ঘরে টিভি দেখছিল। এসময় প্রতিবেশি মজিদ শেখের ছেলে ফজল শেখ (২৪) ও নয়ন শেখ (১৬) মেয়েটির ঘরে প্রবেশ করে। এরপর ফজল শেখ তার ছোট ভাই নয়ন শেখকে সিগারেট আনতে বলে ঘরের দরজা বন্ধ করে ওই মেয়েটিকে জোরপূর্র্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ছোট ভাই নয়ন ঘরে এসে বিষয়টি টের পেয়ে সেও ওই মেয়েটিকে ধর্ষণ করে। একপর্যায়ে দুই ভাইয়ের গণধর্ষণে মেয়েটি অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে মেয়েটির দাদা-দাদি বাড়িতে ফিরে এসে নানতীর এমন অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।

এঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ২০২০ সালের ৭ জুলাই রুদ্রবাড়িয়া গ্রামের মজিদ শেখের ছেলে ফজল শেখ (২৪) ও নয়ন শেখ (১৬) কে আসামী করে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের পর থেকেই বাদী পক্ষকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে আসামীরা। এমনকি ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যেতেও রাস্তায় ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা।

তাই এই ধর্ষণ মামলার আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বুধবার দুপুরে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচিতে ওই ধর্ষণকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানায় স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তবে এই মামলার বাদীর পরিবারের কাউকে হুমকি দেয়া হলে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।