নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
ঈদকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন স্থানে জমে উঠেছে বৈশাখী মেলা। এই উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামেই এই সব মেলা অনুষ্ঠিত হয়ে আসছে যুগ যুগ ধরেই।
সরেজমিনে দেখা যায়, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বৈশাখী মেলায় হাজারও মানুষের সমাগম। গ্রামীণ মেলায় যেন মানুষের প্রানের ছোঁয়া লেগেছে। ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের সমাগমে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন।
মেলায় ছোট শিশুদের খেলনা, মাটির হাড়িপাতিল, মিষ্টির দোকান, দা-বটি, দোকানসহ নানা ধরনের দোকান বসেছে। মেলার বিশেষ আকর্ষন নাগরদোলা, চরকি, ঘূর্নী। আশেপাশের গ্রাম, ইউনিয়ন থেকে ভ্যান, নছিমুন, মোটরসাইকেল নিয়ে এবং কেউবা পায়ে হেঁটে মেলায় এসেছে। দুই দিন ব্যাপি মেলার আজ শুক্রবার (০৫ মে) ছিল শেষদিন। ঈদের পর মেলা বসায় বিভিন্ন জায়গা থেকে বাড়ীতে ঈদ করতে আসা লোকজনও ভীড় জমিয়েছিল মেলায়।
শিমুলবাড়ী গ্রামের আব্দুর রহিম জানান, নাতি-নাতনীদের নিয়ে মেলায় এসেছি। বেলুন, চুরি ও জিলাপী কিনলাম। নাগর দোলাতে ওদেরকেও চড়ালাম। নাতি-নাতনীরা খুবই খুশী।
গার্মেন্টস কর্মী রহিমা বেগম বলেন, ছোট বেলায় মেলায় ঘুরে বেড়াতাম। পেটের তাগিদে সাভারে গার্মেন্টসে কাজ করি। ঈদের ছুটিতে এসেছিলাম, মেলার কথা শুনে থাকতে পারলাম না। তাই চলে এলাম। মাটির হাড়ি পাতিল কিনলাম মা,র জন্য।
ভান্ডারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু জানান, প্রতি বছর এই এলাকায় মেলা বসতো। এবার রমজান মাস হওয়ায় মেলা বসতে পারেনি। তাই কয়েকটি গ্রামের লোক বসে মেলার আয়োজন করা হয়েছে। বৈশাখী মেলা নামেই মেলাটি লাগানো হয়েছে। প্রতি বছরই একই সময় আবার মেলার আয়োজন করা হবে।