নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় আওয়ামী মৎস্যজীবীলীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২২ মে) সকাল ১১টায় বগুড়া শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক রাসেল আহম্মেদ কনকের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল ও সদস্য আলমগীর হোসেন স্বপন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা মৎস্যজীবীলীগের যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান, পবন সরকার, মাহফুজ জামান, শাকিল মাহমুদ, জনি, দেলোয়ার, রুপক, মেহেদী, মাজাহারুল, সোহেল, হাসান, সোয়ান, মিঠুন, ফারুক, বুলেট সরকার, আব্দুল্লাহ দুলাল, তুষারসহ প্রমুখ।