নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: বগুড়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ওই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগ নেতা তৌহিদ আহম্মেদ, নোমান আল সাব্বির, নূর মোহাম্মদ, আহাদ হোসেন, আব্দুল বারী, সুলতান, জুয়েল, রাকিবুল হাসান, পান্না, সজীব, জয়, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা আহসান হাবিব শুভ, শাহরিয়ার সুজন, হাসিবুল হাসান, তানিম এবং শহর ছাত্রলীগ নেতা শান্ত প্রমুখ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ অবিলম্বে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী বহিরাগত ছাত্রদল ক্যাডারদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।