নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, বগুড়া:
বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল আয়োজনে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুন) দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, শহীদ উন নবী সালাম, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ নেতৃবৃন্দ।