নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ার ধুনটে পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ন সম্পাদক বাহাদুর আলী, মহিলা বিষয়ক সম্পাদক নজনীন নাহার, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, মথুরপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।
এছাড়াও প্রতিবাদে সমাবেশে ১০টি ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।